আমাদের সম্পর্কে
আজকের বিশ্ব সত্যিই আমাদের হাতের মুঠোয়। দ্রুতগতির ইন্টারনেট যুগে সংবাদপত্র, টেলিভিশন থেকে শুরু করে বিশ্বব্যাপী প্রতিটি ঘটনা মুহূর্তের মধ্যে আমাদের স্ক্রিনে ভেসে ওঠে। সময়ের সাথে তাল মিলিয়ে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে MediaCityLive-এর পথচলা।
যদিও আমরা সংবাদমাধ্যমের জগতে নবাগত, তবুও নির্ভীক, স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের অঙ্গীকার। সংকীর্ণ স্বার্থে খবর তৈরি করা নয়, বরং নিরপেক্ষ তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করাই আমাদের একমাত্র লক্ষ্য।
আমরা কোনো রাজনৈতিক মতাদর্শ বা গোষ্ঠীর পক্ষপাতিত্ব না করে জনসাধারণের জন্য প্রকৃত ও তথ্যসমৃদ্ধ সংবাদ তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সত্যের পথে অবিচল থেকে, সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আস্থা অর্জন করাই MediaCityLive-এর মূল লক্ষ্য। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের এই যাত্রায় আপনাদের পাশে পাওয়ার প্রত্যাশা রইল।