- Editor
- 14:58 29/Oct/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
সামাজিক মাধ্যমে অশালীন এবং কুরুচিকর মন্তব্য করে গ্রেফতার হওয়া মাধবী বিশ্বাস চক্রবর্তীকে সমর্থন করে বক্তব্য রাখায় রাজ্যের মহিলাদের মধ্যে ছিঃ ছিঃ রব উঠেছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিরুদ্ধে। আজ সাংবাদিক সম্মেলন করে জিতেন্দ্র চৌধুরী বক্তব্যের ঠিক এই ভাষাতেই তীব্র প্রতিবাদ জানালেন প্রদেশ মহিলা মোর্চার সভাপতি মিমি মজুমদার। পাশাপাশি মাধবী বিশ্বাস চক্রবর্তীর পক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যেরও কড়া সমালোচনা এবং তীব্র নিন্দা করলেন তিনি।
গত মাস দু'য়েক ধরে মাধবী বিশ্বাস চক্রবর্তী নামের এক মহিলা মাধবী বিশ্বাস মুনমুন নামে ফেসবুকে পেইজে বিভিন্ন অশালীন মন্তব্য করে চলেছেন। অশ্লীল পোশাকে,বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করছিলেন এই মহিলা। এই ধরনের নিম্নমানের রুচিশীল মহিলার বিরুদ্ধে থানায় একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছিল মহিলা মোর্চার পক্ষ থেকেও। নিম্ন রুচির এই মহিলার শাসকবিরোধী কথাবার্তায় শুরু থেকেই ধারণা করা হচ্ছিল এর পেছনে রয়েছে বিরোধী দলের চক্রান্ত। শেষ পর্যন্ত গত পরশুদিন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। গতকাল তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। মহিলা গ্রেফতার হওয়ার পর থেকেই বিরোধী দলের নেতৃত্ব তার পক্ষে একের পর এক বক্তব্য রাখতে শুরু করে। এভাবে এই ধরনের মহিলাকে সমর্থন করে গোটা নারী সমাজকে অপমানিত করছে বলেই মনে করছে মহিলা মোর্চা।মাধবীর পক্ষে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও মুখ খোলেন। বিরোধীদল নেতা এই মহিলার সমর্থনে বলেন, রাজ্যের প্রতিটি ঘরে ঘরে মাধবী বিশ্বাস জন্মগ্রহণ করবে। আজ সাংবাদিক সম্মেলন করে এই বক্তব্যের তীব্র নিন্দা জানালো প্রদেশ মহিলা মোর্চা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলা মোর্চার সভাপতি মিমি মজুমদার বলেন, মাধবী বিশ্বাসের নোংরা, কুরুচিকর, অশ্লীল মন্তব্যে ধারণা করে যেতেই পারে সে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। সামাজিক মাধ্যমে একের পরে এক অশ্লীল ভিডিও আপলোড করে বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে মাধবী। আর সেই মাধবীর পক্ষে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা।বিরোধী দলনেতার এই বক্তব্যে রাজ্যের নারী সমাজে উঠেছে ছিঃ ছিঃ রব। বিরোধী দলনেতার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শ্রীমতী মজুমদার প্রশ্ন ছুঁড়ে দেন, রাজ্যের নারী সমাজকে কোন দিশা দেখাতে চাইছেন তিনি? তিনি বলেন, বিরোধী দলনেতার এই বক্তব্য গোটা রাজ্যকে কুপথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। পাশাপাশি মাধবীর সমর্থনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যেরও কড়া সমালোচনা করেন শ্রীমতী মজুমদার। তিনি বলেন মানিকবাবু বক্তব্য মহিলা সমাজে একটা বাজে মেসেজ যাচ্ছে। মাধবী বিশ্বাস পুলিশে মানলে যাওয়ার পর বামপন্থীদের এভাবে সমর্থনের বিষয় সন্দেহ প্রকাশ করেন মহিলা মোর্চার সভাপতি। শ্রীমতী মজুমদারের বক্তব্য, এই মামলায় বাম ক্যাডারদের নাম উঠে আসবে বলেই হয়তো ভীত-সন্ত্রস্ত বাম নেতৃত্ব।
