- Editor
- 15:00 29/Oct/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
গত কয়েক দিন ধরে কিছু কিছু সংবাদের সূত্র ধরে বিধায়ক রণজিৎ দেববর্মা বিশিষ্ট সাংবাদিক আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকারকে ব্যাক্তিগত ভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছেন। প্রণব সরকারের নামে মামলা করা, বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো সহ নানাহ সামাজিক মাধ্যমে তাঁর ছবি ভাইরাল করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। আগরতলা প্রেসক্লাব এহেন পদক্ষেপ গুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। কোন ধরনের সংবাদ নিয়ে আপত্তি কিংবা প্রতিবাদ থাকলে সংশ্লিষ্ট সংস্থার কতৃপক্ষের নজরে আনা এবং প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহণ করা যেতেই পারে। কিন্তু ত্রিপুরা বিধানসভার একজন সদস্য যে দল সরকারের জোট শরিক, সেই দলের একজন জনপ্রতিনিধির এই ধরনের ভূমিকা নিয়ে উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছে আগরতলা প্রেসক্লাব। ব্যাক্তিগত ভাবে সাংবাদিকদের আক্রমণ করা, নানা কৌশলে তাদের প্রণের ঝুঁকি তৈরি করার তীব্র নিন্দা করছে আগরতলা প্রেসক্লাব। পাশাপাশি রাজ্য সরকারের কাছে দাবি করছে বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকারের সব ধরনের সুরক্ষা নিশ্চিত করার। যাতে তিনি স্বাভাবিক ভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
