তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাস পূর্ণিমা তিথি উপলক্ষে সিমনার ব্রক্ষ্মকুণ্ডতে হতে যাওয়া তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দিন মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে।আগামী ৫ই নভেম্বর থেকে শুরু হবে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর দ্বারা আয়োজিত রাস পূর্ণিমা তিথি উপলক্ষে রাজ্যের ঐতিহ্যবাহী ব্রক্ষ্মকুণ্ড মেলা।এদিন দুপুরে ব্রক্ষ্মকুণ্ড শিব বাড়ীস্থিত নাট মন্দিরে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভাতে রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও ছিলেন উপস্থিত স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেবর্বমা, টিটিএএডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেবর্বমা, টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ সহ আরও অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।মন্ত্রী রতন লাল নাথ জানান উনি নিজে উপস্থিত থেকে এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য প্রয়াস নেবেন।মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও কোন এক বিশেষ কারণে উনি আসতে পারবেন না বলে জানান মন্ত্রী।মন্ত্রী রতন লাল নাথের হাত ধরেই আগামী ৫ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে হবে শুভ উদ্বোধন ঐতিহ্যবাহী ব্রক্ষ্মকুণ্ড মেলার।

সম্পরকিত খবর