আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে যায় দুই ছাত্রের উপর

আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে যায় দুই ছাত্রের উপর

উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে ঘটল চাঞ্চল্যকর দুর্ঘটনা। শ্রেণিকক্ষে পড়াশোনার সময় আচমকা সিলিং ফ্যান খুলে পড়ে যায় দুই ছাত্রের উপর। ওই ঘটনায় স্কুলজুড়ে ছড়ায় আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের মতে, আজ সকালে তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন হঠাৎই একটি সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। এতে দুই ছাত্র রাজদীপ রায় এবং অংশুমান দাস আহত হয়। রাজদীপের মাথায় আঘাত লেগেছে, আর অংশুমানের চোখের কাছ দিয়ে ফ্যানের ব্লেড গেলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। আহত দুই ছাত্রকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।অভিভাবক মহলে ঘটনার পর ক্ষোভ ছড়িয়েছে।

সম্পরকিত খবর