- Editor
- 00:09 10/Apr/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:

বুধবার গোলাঘাটি বিধানসভা অন্তর্গত SKSV বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শ্রীনগর মেগা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন TIDC চ্যায়ারমেন নবাদল বণিক। উপস্থিত অতিথিদের সহিত সিক্স-এ-সাইড ম্যাচটি উপভোগ করেন তিনি।
খেলাধুলা আজকের যুবসমাজকে মাঠমুখী করার মাধ্যমে নেশার কড়াল গ্রাস থেকে রক্ষা করার এক অন্যতম উদ্যোগ। শ্রী বণিক ধন্যবাদ জানায় শ্রীনগর মেগা প্রিমিয়ার লিগের সকল কর্তৃপক্ষদের, এতো সুন্দর একটি ম্যাচের আয়োজন করার জন্য।