- Editor
- 21:23 09/Apr/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:

টিভি- মোবাইল ও অত্যাধুনিক বিনোদন সামগ্রীর যুগে হারিয়ে যাচ্ছে পুতুল নাচ- যাত্রাপালার মতো কৃষ্টি-সংস্কৃতি।
এই ঐতিহ্যবাহী যাত্রা সংস্কৃতিকে পুনর্জীবিত করার লক্ষ্যে সংস্কৃতির শহর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজনে 'ত্রিপুরা রাজ্য ভিত্তিক যাত্রা উৎসব' পালন। বুধবার এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহা।
৯ থেকে ২৩ শে এপ্রিল পর্যন্ত চলা এই উৎসবে অংশগ্রহণ করবেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৩ টি দলের প্রায় তিনশতাধিক যাত্রাশিল্পী।