বাংলাদেশের পদ্মাপাড়ে ৭ বছরে সর্বনিম্ন ইলিশ উৎপাদন!

বাংলাদেশের পদ্মাপাড়ে ৭ বছরে সর্বনিম্ন ইলিশ উৎপাদন!

পদ্মাপাড়ে ৭ বছরে সর্বনিম্ন ইলিশ উৎপাদন! শঙ্কায় গঙ্গাপাড়ের বাঙালিরাও। এক ধাক্কায় ৪২ হাজার টন রুপোলি শস্যে টান! সামনেই যে ভরা ইলিশের মরসুম। প্রশ্ন উঠছে, এবছর পাতে পড়বে তো পদ্মার ইলিশ? বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ কমার নেপথ্যে রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা, সরকারি নিষেধ অমান্য করে অতিরিক্ত মাছ ধরা এবং নাব্যতা সংক্রান্ত সমস্যা। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদনে জানানো হয়েছে এমনটাই।

সম্পরকিত খবর