- Editor
- 11:13 28/Mar/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে

বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন ফের টেন্ডার সন্ত্রাস বিশালগড়ে। নিগো মাফিয়াদের বাড়বারন্তে ফের উত্তপ্ত বিশালগড়। সম্প্রতি বিশালগড় মহকুমা পূর্ত দপ্তরের দ্বারা আহূত বিশালগড় বিধানসভা এলাকার দুটি রাস্তার সংস্কারের জন্য ৯১ লক্ষ এবং ৮২ লক্ষ টাকার টেন্ডার বের হয়। উক্ত কাজ দুটি পায় বিশালগড় অফিসটিলা এলাকার ঠিকাদার গৌতম সাহা। অভিযোগ কাজগুলো গৌতম সাহা পাওয়ার পর থেকেই বিশালগড়ের কতিপয় সমাজদ্রোহীরা কাজ দুটির টেন্ডার তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়া শুরু করে ঠিকাদারকে। বৃহস্পতিবার বিশালগড় বাইপাস এলাকায় ঠিকাদার গৌতম সাহার গাড়ি আটকে এতে আক্রমণ চালায় সমাজদ্রোহীরা। লোহার রড সাবল লাঠি সোটা দিয়ে ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঘটনাস্থল থেকে কোনক্রমে প্রান বাঁচিয়ে বিশালগড় থানায় ছুটে আসেন গৌতম সাহা ও তার সহকারী বিভাষ সিনহা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে ঠিকাদার গৌতম সাহা। অন্যদিকে বিবাদি পক্ষের তথা দিপ্তনীল সরকারের তরফ থেকেও গৌতম সাহার বিরুদ্ধে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন, যে গৌতম সাহা নাকি দিপ্তনীলের স্কুটিকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় বলে জানান ক্ষোধ স্কুটি চালক দিপ্তনীল। এখন বিষয় হল উভয়দিকের অভিযোগ ভিন্ন হওয়ার কারনে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা যায়। বিধানসভায় চলছে রাজ্যের বাজেট অধিবেশন। অন্যদিকে নিগো মাফিয়াদের বারবারন্তে ঘটে যাওয়া এই ঘটনাগুলো বিশালগড়ের শান্তি-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বার বার।