- Editor
- 13:53 05/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনের সময় পদদলিতের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।বুধবার দলের জয় উদযাপন করতে হাজার হাজার আরসিবি ভক্ত স্টেডিয়ামের বাইরে ভিড় করেন। বিভিন্ন গেট দিয়ে দ্রুত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, আহতদের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় বৌরিং হাসপাতালে পাঠানো হয়েছে, তবে রাস্তায় অতিরিক্ত ভিড় থাকায় চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব ঘটেছে।ঘটনার বিষয়ে কর্ণাটক বিধান পরিষদের সদস্য হরিপ্রসাদ বি কে ‘এক্স’-এ লিখেছেন, “আরসিবি ক্রিকেট দলের বিজয় মিছিলে পদদলিতের ঘটনায় ১১ জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। কয়েকজন আহতের অবস্থা গুরুতর। সরকার যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। নিহতদের প্রতি আমার শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”*ঘটনার সময়, এক ভক্ত স্টেডিয়ামের ভিতরে ঢোকার জন্য গেট বেয়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তাঁর পা ভেঙে যায়।পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও বিশাল ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। অনেক মানুষ গাছ বেয়ে উঠে ডালে বসে অনুষ্ঠান দেখার চেষ্টা করেন। এখনও পর্যন্ত এই ঘটনার সমস্ত বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি।ঘটনাস্থল সম্পর্কে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, “আমি পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। পরে হাসপাতালে যাব, তবে এখন চিকিৎসকদের কাজে বাধা দিতে চাই না। এখনও সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। আমরা মানুষের কাছে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠান মাত্র ১০ মিনিটেই শেষ করি। লক্ষ লক্ষ মানুষ এসেছিল। আমরা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছি।”প্রথমে পরিকল্পনা করা হলেও নিরাপত্তার কারণে বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল বাতিল করেছিল কর্ণাটক সরকার। মঙ্গলবার রাত থেকেই পুলিশ ভক্তদের নিয়ন্ত্রণে রাখতে কাজ করছিল। বিধান সৌধ চত্বরে সরকারি সংবর্ধনা দেখতে বহু মানুষ জড়ো হন, তখন ভিড় সামলাতে হালকা লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।বুধবার বেঙ্গালুরুতে হ্যাল বিমানবন্দরে পৌঁছালে উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নিজে খেলোয়াড়দের স্বাগত জানান। তিনি প্রতিটি খেলোয়াড়কে ফুলের তোড়া দেন এবং বিশেষভাবে বিরাট কোহলিকে আরসিবি দলীয় পতাকা ও কর্ণাটক রাজ্যের পতাকা উপহার দেন।মঙ্গলবার আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএল ফাইনালে আরসিবি ছয় রানে পাঞ্জাব কিংসকে পরাজিত করে তাদের ১৮ বছরের আইপিএল ইতিহাসে প্রথম শিরোপা জিতে নেয়। এই জয় ছিল বিরাট কোহলির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, যিনি শুরু থেকেই এই দলের সঙ্গে যুক্ত।এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর শোকবার্তায় বলেন, “বেঙ্গালুরুর এই দুর্ঘটনা হৃদয়বিদারক। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।” প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও ‘এক্স’-এ এক বার্তায় বলা হয়, “এই দুঃখজনক সময়ে আমরা সকল প্রভাবিত পরিবারের পাশে রয়েছি।”