- Editor
- 17:21 19/Mar/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে

*সীমান্তে পাচারে বাধা দিলে আক্রমণ,রক্তাক্ত যুবক*!
বক্সনগর প্রতিনিধি:১৯মার্চ- সীমান্তে পাচার বাণিজ্য কিছুতেই থামছে না,এই পাচার বাণিজ্য যেন একপ্রকার দ্রুত গতিতে চলছে।ব্যার্থ বিএস এফ।তাদের চোখে ফাঁকি দিয়ে চলছে কোটি কোটি টাকার রমরমা ব্যবসা।এই পাচার বাণিজ্য নিয়ে চলছে খুন, মারামারি,রক্তক্ষয়ী সংঘর্ষ। এমনই একটি ঘটনা ঘটে রহিমপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গলা তিন নং ওয়ার্ড এলাকায়।জানা যায় সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম গৌরাঙ্গলা ১৫৮ নং গেটের পাশ দিয়ে গাঁজা,ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল,বাজি,বিভিন্ন কসমেটিক জিনিসপত্র বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে পারাপারের সাথে যুক্ত বলে খবর।বুধবার সাত সকালে এই অবৈধ পাচারে ঈমান হোসেন নামে যুবক বাধা দিলে দুই যুবকসহ বাংলাদেশ থেকে ভাড়া করে নিয়ে আসা ঘুন্ডা তাকে আক্রমণ করে।একপ্রকার তাকে মেরে ফেলার চেষ্টা করে।পরে গ্রামবাসীর হস্তক্ষেপে কোনরকমে বেঁচে যান ইমরান হোসেন।এই ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএসএফের কর্তব্য নিয়েও গাফিলতি দেখা যায়।ঈমান হোসেন কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও রক্তাক্ত করে সীমান্তে ফেলে রেখে পালিয়ে যায়,পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার মাথায় চারটি সেলাই লাগে। শরীরের বিভিন্ন জায়গায়ও আঘাত লাগে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলমচৌড়া থানায় লিখিত একটি অভিযোগ করা হয়।