- Editor
- 14:53 29/Oct/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
আধুনিক জুডো খেলার জনক জিগোরো কানোর ১৬৫তম জন্ম দিবস মঙ্গলবার পালিত হলো কাঞ্চনপুরে।এদিন কাঞ্চনপুর স্পোর্টস হলে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে জুডোর জনক জিগোরো কানোর জন্মদিবস দিনটিকে উপলক্ষ্য করে বিশ্ব জুডো দিবস পালন করা হয়। এদিন বিশ্ব জুডো দিবস উদযাপন অনুষ্ঠানে জুডোর প্রতিষ্ঠাতা জিগোরো কানোর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং খুদে শিশুরা কেক কেটে জন্মদিনটি পালন করেন। কাঞ্চনপুর জুডো এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব জুডো দিবস উদযাপন অনুষ্ঠানে এদিন প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর জুডো এসোসিয়েশনের সভাপতি অরুণ নাথ, ক্রীড়া দপ্তরের সিনিয়র পিআই মানিক লাল দেব, কাঞ্চনপুর জুডো এসোসিয়েশনের টি.এস.সি প্রসেনজিৎ বড়ুয়া, জুডো কোচ পিঙ্কি চাকমা সহ কাঞ্চনপুর মহকুমা ক্রীড়া অফিসার এল. সাইলো। এদিন অনুষ্ঠানে রাজ্য ক্রীড়া দপ্তরে কর্মরত সিনিয়র পি.আই মানিক লাল দেব বলেন,,, (বাইট)-জুডোর উৎপত্তি জাপানে। কিন্তু জনপ্রিয় এই জুডো খেলা আজ ভারত সহ বিশ্বের ২০০টি দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।ত্রিপুরা রাজ্যেও জুডো খেলার উৎপত্তি হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থেকে। ইতিমধ্যে জুডোতে কাঞ্চনপুর সহ গোটা রাজ্যের খেলোয়াড়রা ৩০টির বেশী স্বর্ন ও রৌপ্য পদক অর্জন করেছে জাতীয়স্তরের প্রতিযোগিতায়। সেইজন্য জুডো খেলায় ছেলে মেয়েদের প্রতিভা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
