- Editor
- 17:23 22/May/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:

অসমের সোনাইয়ে জাল নোট সহ গ্রেফতার এক ব্যক্তি।তার নাম সেলিম উদ্দিন লস্কর ওরফে সেলিম মুল্লা। শিলচর-আইজল জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ১২৬টি জাল নোট—মোট ৬৩ হাজার টাকা—উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা নেওয়ার পর তদন্ত চলছে স্থানীয় থানার পুলিশের তরফে। তবে পুলিশের তরফে দাবি করা হয়েছে সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম রাজ্য ত্রিপুরাতেও এই সমস্ত জাল নোটের কারবারীরা বিভিন্নভাবে ছড়িয়ে আছে এদের সঙ্গে একটা নেটওয়ার্ক রয়েছে।