আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালন

আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালন

ত্রিপুরা বায়ু ড্রাইভারসিটি বোর্ডের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস পালন করা হয়। এই উপলক্ষে বৃক্ষরোপন  ও রক্তদান শিবির ছাড়াও আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবসের নিয়ে এক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন মন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , ত্রিপুরা লোকায়ত আয়োগের  চেয়ারম্যান ডঃ বি কে কিলিকদার, বনদপ্তরের পি সিসি এফ আর কে সামল সহ অন্যান্যরা। এবারের জৈবিক বৈচিত্র্য দিবসের থিম প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত রেখে টেকসই উন্নয়ন। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন পরিবেশকে রক্ষা করতে গেলে গাছপালা পশু পাখি প্রত্যেকের সঙ্গে ব্যালেন্স রক্ষা করে চলতে হবে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

সম্পরকিত খবর