- Editor
- 14:12 22/May/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে

এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় পাঁচ জন বাংলাদেশিকে পাথারিয়াদার এলাকা থেকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে দুই মহিলা সহ তিনজন বাংলাদেশী পুরুষকে মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেন। জানা গিয়েছে, এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় পাঁচ জন বাংলাদেশিকে পাথারিয়াদার এলাকা থেকে আটক করা হয়েছে। তারা দিল্লিতে কাজের উদ্দেশ্যে ওপার থেকে এপাড়ে এসেছিল যাওয়ার জন্য। তবে বাংলাদেশে কিছু দালাল চক্র ১৫ হাজারল টাকার বিনিময়ে তাদেরকে মধুপুর থানাধীন পাথারিয়াদার সীমান্তবর্তী এলাকার তারকাটা বেঁড়ার একটি কালভার্টের তলায় দিয়ে এপারে প্রবেশ করিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে বিএসএফের চোখে ফাঁকি দিয়ে এপারে প্রবেশ করে। সারা রাত্র এপারে এসে ঘোরাফেরা করে সকালবেলা যখন পাথারিয়াদার এলাকায় ঘোরাফেরা করছিল এমন সময় এলাকাবাসীর নজরে আসে।মুহূর্তের মধ্যেই মধুপুর থানায় খবর দিলে মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।আরও জানা গিয়েছে, তাদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে। যদিও জানা যায় সেই পাঁচজন একই পরিবারের তাদের নাম মনির খান বাবা, মা সাহেবা খাতুন, ছেলে শাহজালাল খান এবং স্বাধীন খান, পুত্রবধূ দুলালী খাতুন। তবে প্রাথমিক ধারণা বাংলাদেশি দালাল চক্র যুক্ত থাকলেও এপারের কিছু দালাল যে যুক্ত রয়েছে তা কিন্তু বলা বাহুল্য। তবে পুলিশের তদন্তক্রমে তা কিন্তু বেরিয়ে আসবে তাই এখন দেখার বিষয়। বৃহস্পতিবার সকালবেলা পাঁচজন বাংলাদেশীকে গ্রেফতারের পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।