রণক্ষেত্র বালোচিস্তান, পাক সেনার ক্যাম্পের সামনে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৪

রণক্ষেত্র বালোচিস্তান, পাক সেনার ক্যাম্পের সামনে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৪

স্বাধীনতার সংগ্রাম ক্রমশ তীব্র হয়ে উঠছে বালোচিস্তানে! রবিবার বালোচিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী গুলিস্তান এলাকায় পাক সেনার ক্যাম্পের সামনে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটল। এই হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পালটা সেনার তরফে ব্যাপক গোলাগুলি ছোড়া হয় বলে জানা যাচ্ছে। ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে খবর। বালোচিস্তানকে পাকিস্তানের থেকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে বিদ্রোহী বালোচ লিবারেশন আর্মি। তাদের এই লড়াইয়ে সঙ্গী হয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান । পাক সরকার এই সংগঠনকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। জানা যাচ্ছে, রবিবার রাতে গুলিস্তান এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পের সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে সশস্ত্র বিদ্রোহীরা। সেই সময় পালটা গুলি চালাতে শুরু করে সেনা। বিস্ফোরণ ও দুই পক্ষের গোলাগুলিতে ৪ জনের মৃত্যুর পাশাপাশি ১১ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালিবান পাকিস্তান। এই হামলার ঘটনায় সোমবার সকাল পর্যন্ত পাক সেনার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই নিয়ে চলতি মাসে পাক সেনার উপর পরপর দুটি বড় হামলা চালাল টিটিপি। দু’দিন আগে খুজদারে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের পাশে সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছিল টিটিপি। সেই হামলায় প্রাণ যায় চার পাক সেনার। এরপর ফের বালোচিস্তানে পাক সেনাকে নিশানায় নিয়ে চলল বড় হামলা।

সম্পরকিত খবর