অনূর্ধ্ব ১৮ প্রতিযোগিতার ট্রফির আবরণ উন্মোচন

অনূর্ধ্ব ১৮  প্রতিযোগিতার ট্রফির আবরণ উন্মোচন

আগামীকাল থেকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৮ বালকদের নিয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। মোট ১৪ টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার ট্রফির আবরণ উন্মোচন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দেব সহ অন্যান্যরা। প্রসঙ্গত এই অনূর্ধ্ব ১৮ বালকদের এই প্রতিযোগিতা ভালো ফলাফল করলে  আগামী দিনে আন্ডার ১৯ সহ অন্যান্য জাতীয় আসলে অংশগ্রহণের সুযোগ থাকবে তাদের কাছে। প্রসঙ্গত অনূর্ধ্ব সিক্সটিনের পর দু'বছর কোন টুর্নামেন্ট না থাকায় এই সময়টায় অনেক উঠতি প্লেয়ারই হারিয়ে যায়। সেই দিকে লক্ষ রেখে পাশাপাশি উদীয়মান খেলোয়াড়দের নিজেদের   তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমবারের মত এরকম অনূর্ধ্ব এইট্টিন একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের এই অনুষ্ঠানের শেষে অনুশীলনের সুবিধার্থে বিভিন্ন রেজিস্টার্ড কোচিং সেন্টারগুলোর প্রতিনিধিদের হাতে প্রাক্টিস বল তুলে দেয় উপস্থিত অতিথিরা।

সম্পরকিত খবর