এবার শাসকের ঘরে  হানা দিলো চোরের দল

এবার শাসকের ঘরে  হানা দিলো চোরের দল

বিশালগড় মহকুমা জোড়ে চলছে প্রতিনিয়ত চোরের তাণ্ডব, আতঙ্কিত জনগণ। বাড়ি-ঘর, মন্দির- মসজিদ, স্কুল-কলেজ ছেড়ে এখন শাসকদলীয় কার্যালয়ে হানা দেয় চোরের দল। শুক্রবার গভীর রাতে বিশালগড় থানাধীন চড়িলাম বিধানসভার অন্তর্গত উত্তর ব্রজপুর এলাকায় বিজেপি দলীয় কার্যালয় হানা দিলো চোরের দল। বিজেপি কার্যালয়ে হানা দিয়ে চোরের দল টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।শনিবার সকালে বিজেপি দলীয় কর্মীরা কার্যালয়ে এসে দেখতে পায় দরজার তালা ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। কার্যালয়ে প্রবেশ করে দেখতে পায় দলীয় কার্যালয়ে চুরির ঘটনা।খবর দেওয়া হলো বিশালগড় থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। এদিকে শাসকের ঘরে চুরির ঘটনা খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেননা চোরের দল সাহস করে শাসকের ঘরে হানা দিয়ে চুরির কান্ড সংগঠিত করেছে তাহলে সাধারণ মানুষের বাড়িতে চুরি করা সাধারণ বিষয়। প্রতিনিয়ত রাস্তার পাশে সোলার লাইটের ব্যাটারি সহ সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল উত্তর ব্রজপুর এলাকায়। তবে দলীয় কর্মীদের দাবি এই সমস্ত চুরির ঘটনার সাথে নেশায় আসক্ত যুবকরা জড়িত। বিশালগড় মহাকুমা জুড়ে বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা আনাচে-কানাচে অলিগলি ঘুরাফেরা করে প্রতিনিয়ত। দিনের আলোয় সমস্ত কিছু দেখে যায় এবং রাতের আধারে চুরির কাণ্ড করে যাচ্ছে চোরে দল। তবে সমাজে সচেতন মহলের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত রাজ্যে নেশার রমরমা বাণিজ্য বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ সমস্ত অসামাজিক কার্যকলাপ কোনভাবে বন্ধ করা সম্ভব নয়।

সম্পরকিত খবর