- Editor
- 12:07 05/Jul/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
আজ খার্চি উৎসবের তৃতীয় দিন। সকাল থেকেই মন্দির চত্ত্বরে ভীড় জমিয়েছেন পূন্যার্থীরা। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং খার্চি মেলা আয়োজক কমিটির উদ্যোগে খার্চি উৎসবের দ্বিতীয় দিনে গতকাল কৃষ্ণমালা ও হাবেলী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে থেকেই মেলা প্রাঙ্গনে লক্ষ করা গেছে উপচে পড়া ভিড়। ভিড় সামলাতে বেগ পেতে হয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের।