ব্যবসা প্রতিষ্ঠানে নিশি কুটুম্বের হানা

ব্যবসা প্রতিষ্ঠানে নিশি কুটুম্বের হানা

কৈলাসহর ধরিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ব্যবসায়ী মতিলাল দামের ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল রাতে নিশি কুটুম্বের দল হানা দেয়। টিলাবাজার বাবুরবাজার মূল সড়কের পাশে টিলা বাজার বিএসএফ ক্যাম্প লাগুয়া এই ব্যবসা প্রতিষ্ঠান। ক্যাম্পের সেন্টি পোস্ট থেকে মাত্র ৩০ মিটার দূরত্বে অবস্থিত।  দোকানের ঠিক সামনে টিলা বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। দোকানের পাশে শ্রী শ্রী রাধা রমনের মন্দির। এমন একটা নিরাপত্তা বেষ্টিত স্থানে কিভাবে চোরের দল হানা দিল তা নিয়ে রহস্যের দানা বাঁধছে সাধারণ মানুষের মনে। দোকানের সামনের দরজা কেটে ভেতরে ঢুকে নগদ ২৫ থেকে ত্রিশ হাজার টাকা সহ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক মতিলাল দাম কৈলাশহর ইরানি থানার দারস্ত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত খবর