ত্রিনিদাদ এবং টোব্যাগোয় পৌঁছেছেন মোদি

ত্রিনিদাদ এবং টোব্যাগোয় পৌঁছেছেন মোদি

বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোয় পৌঁছেছেন মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিনিদাদ এবং টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসর। রাজধানী পোর্ট অফ স্পেনে ৪ হাজার প্রবাসী ভারতীয়র উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, “কমলাজির পূর্বপুরুষরা বিহারে বক্সারের বাসিন্দা ছিলেন। তাই সকলে তাঁকে ‘বিহার কি বেটি’ বলে সম্বোধন করেন। কমলাজি নিজেও বিহারে গিয়েছেন। এখানেও আজ যাঁরা বসে রয়েছেন তাঁদের অনেকেরই শিকড়ের টান রয়েছে বিহারের সঙ্গে।” মোদিকে স্বাগত জানাতে ভোজপুরি চৌতালেরও আয়োজন করা হয়েছিল পোর্ট অফ স্পেনে। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ত্রিনিদাদ এবং টোব্যাগোতে রামমন্দিরের রেপ্লিকা এবং সরযূ নদীর জল উপহার দিয়েছেন মোদি।

সম্পরকিত খবর