- Editor
- 15:45 02/Jul/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
আমজনতাকে সুখবর শোনাতে পারে কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জিএসটি নিয়ে বড় পদক্ষেপ করা হতে পারে। ১২ শতাংশ জিএসটি স্ল্যাব ৫ শতাংশে নামিয়ে আনার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। যদি সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয় তাহলে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম কমবে। ফলে হাসি ফুটবে আমজনতার মুখে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি, জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে একলাফে দাম কমবে বহু কিছুরই। সূত্রের দাবি, এর ফলে ৪০ হাজার কোটি থেকে ৫০ হাজার কোটি টাকার মতো বাড়তি চাপ বাড়বে সরকারের উপরে। কিন্তু প্রাথমিক ধাক্কা সামলে এই পথেই হাঁটতে চাইছে সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মলা সীতারমণ ইঙ্গিত দিয়েছেন এই বিষয়ে। জানিয়েছেন, সরকার আরও যুক্তিসম্পন্ন কাঠামো তৈরির, যাতে মধ্যবিত্ত ভারতীয়রা উপকৃত হন।