- Editor
- 13:19 02/Jul/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
বিলোনিয়া কালিনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ওঠার মুখে স্কুটি এবং বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত বাই সাইকেল আরোহী রাখাল ভৌমিক এবং স্কুটি চালক উদয় দাস। দুইজনেরই মাথায় গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ছুটে গিয়ে দুইজনকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকেই শান্তিরবাজার জেলা হাসপাতালের রেফার করে দেয়। আহত উদয় দাসের বাড়ি ত্রিপুরা বাজার এলাকায় এবং রাখাল ভৌমিকের বাড়ি আমজাদ নগর এলাকায়। চিকিৎসক রাহুল রিয়াং জানান দুজনের মাথায় আঘাত থাকার কারণে দুজনকেই রেফার করা হয়েছে।