- Editor
- 11:58 24/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:

নতুন হাফলং-জাটিঙ্গা লামপুর সেকশনে রেলপথে ভূমিধসের কারণে দক্ষিণ আসাম, ত্রিপুরা, মণিপুর ও মিজোরাম এবং দেশের বাকি অংশের মধ্যে ট্রেন পরিষেবা গতকাল থেকে স্থগিত করা হয়েছে। রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লামডিং-বদরপুর ট্রেন পরিষেবা স্থগিত করতে হয়েছে। তিনি আরও জানান, ওই এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে। মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসামের বরাক উপত্যকার কিছু অংশের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ রেলপথের যাতে আর কোনও ক্ষতি না হয় সেজন্য জনবল এবং যন্ত্রপাতি ব্যবহার করে যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য এনএফআর ইতিমধ্যেই এনএইচএআই কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে।