- Editor
- 16:25 17/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে

স্নান করতে গিয়ে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন নাবালকের। রাজধানীর অরুন্ধতীনগর এগ্রিকালচার সংলগ্ন এলাকায় ওই হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়দের মর্মাহত করে। এদিকে, পুকুর পাড়ে বসে সন্তানের মৃত মুখ দেখার অপেক্ষায় বসে আছেন অসহায় পিতা মাতা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে রাজধানীর অরুন্ধতীনগর এগ্রিকালচার পুকুরে স্নান করতে গিয়েছিল তিন নাবালক। আচমকাই এক যুবক জলে তলিয়ে যায়। তাঁর চিৎকার শুনে আরও দুইজন তাকে বাঁচাতে গিয়ে তাঁরাও জলে তলিয়ে যায়। এলাকাবাসীদের সহায়তায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং দমকলবাহিনী। তাঁরা পুকুর থেকে দুই নাবালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের নাম ববি শুক্লা দাস (১৭), শুভম দেব (১৭) এবং শুভজিৎ দে (১৫)।
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বাধারঘাটের বিধায়ক মীনা রানী সরকার। একই দিনে তিনজনকে হারানোর পর পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, দমকলকর্মী এবং উদ্ধারকর্মীরা জল থেকে তিন ছেলের মৃতদেহ উদ্ধার করেছে। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন।