- Editor
- 15:29 17/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব্বর্মা আজ আগরতলা শিশু উদ্যানে নাবার্ডের সহযোগিতায় ও ভোলানটারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে দুদিন ব্যাপী আম ও আনারস উৎসব ২০২৫ এর উদ্বোধন করেন। মন্ত্রী বলেন এই উৎসবটি ত্রিপুরার সমৃদ্ধ উদ্যান ঐতিহ্য এবং কৃষি-অর্থনীতিতে অপরিসীম অবদান রাখা পরিশ্রমী কৃষকদের উদযাপন। তিনি বলেন ত্রিপুরার আম ও আনারস কেবল সুস্বাদু এবং পুষ্টিকরই নয় বরং টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নে আমাদের রাজ্যের সম্ভাবনার প্রতীকও। মন্ত্রী বলেন এই ধরনের উদ্যোগ স্থানীয় উৎপাদনের প্রচার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করা এবং সম্প্রদায়ের অংশগ্রহণ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। কৃষক, উদ্যোক্তা, পরিবার এবং খাদ্যপ্রেমীদের এক ছাদের নীচে একত্রিত করে এই অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ভোলানটারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা এবং নাবার্ডের প্রচেষ্টার প্রশংসা করেন।