আগামী একুশে জুন পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস

আগামী একুশে জুন পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস

সারা দেশের সাথে রাজ্যেও আগামী একুশে জুন পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস। এদিন হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের উদ্যোগে সকাল সাতটায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিনই যোগা দিবসকে সামনে রেখে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হবে। আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান ক্রীড়া ও যুব কল্যান মন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, সারা দেশের এক লক্ষ জায়গায় যোগা অনুষ্ঠানের আয়োজন করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পৃথিবীর ১০টা দেশের সাথে যৌথভাবে এই যোগা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের তরফে সারা দেশে এক হাজার যোগা পার্ক তৈরি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রী বলেন এবছর গোটা দেশের কিছু কিছু এলাকার বিশেষ জায়গাকে আইকনিক যোগা সেন্টার হিসেবে ঘোষনা করে যোগা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সম্পরকিত খবর