- Editor
- 17:33 16/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
অটো দুর্ঘটনায় চালক সহ প্রাণে বাঁচলো এক যাত্রী। ঘটনা বিলোনিয়া শহরের রামকৃষ্ণ ক্লাব এলাকা সংলগ্ন চার নম্বর বীজের কাছে। আহত অটো যাত্রী রিমা শীল জানায় তার বাড়ি একিনপুর বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। বাড়ি থেকে এসে বিলোনিয়া কালিনগর মোটর স্ট্যান্ড থেকে অটো করে সাড়াসীমা এলাকায় ভাড়া বাড়িতে যাওয়ার সময় বিলোনিয়া জোলাইবাড়ি জাতীয় সড়কের চার নম্বর ব্রিজ এলাকায় প্রচন্ড দ্রুত গতিতে সরাসরি রাস্তার বাইরে গিয়ে ছিটকে পড়ে। এতে এই কলেজ ছাত্রী হাতে ও মাথায় আঘাত পায়। সাথে সাথে থাকি বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে স্থানীয় জনগণ। আতঙ্কিত ছাত্রী রিমা শীল বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় নেশাগ্রস্ত অটোচালক প্রচন্ড দ্রুতগতিতে একেবারে জাতীয় সড়কের খোলা রাস্তা থেকে দ্রুত গতিতে ছিটকে পড়ে। দুর্ঘটনা গ্রস্ত অটোটিতে আটকে পড়েছিল মেয়েটি। দ্রুত এলাকাবাসীরা তাকে অটো থেকে উদ্ধার করে।