- Editor
- 12:31 14/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৫৪-য় পৌঁছেছে। ১২ জন ক্রু সদস্য সহ ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ পর্তুগাল এবং একজন কানাডার নাগরিককে নিয়ে বিমানের ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচেছেন একমাত্র ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। আই এম এ-র গুজরাত শাখার সভাপতি মেহুল শাহ জানিয়েছেন, বিমানটি ডাক্তারি আবাসনে ধাক্কা মারলে চার ডাক্তারী পড়ুয়া ও এক চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়। নিকটবর্তী আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া ৮ টি দেহ শনাক্তকরণের পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দেহ চিহ্নিতকরনে ডিএনএ পরীক্ষার জন্য ২১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই মুহুর্তে সিভিল হাসপাতালে ৩১ জনের চিকিৎসা চলছে।