- Editor
- 12:40 11/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
জৈষ্ঠ্য মাসের পূর্ণিমার পূর্ণ তিথিতে মেলাঘরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠান। একই সঙ্গে খিল দেওয়া হয় রথের চাকায়। উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় মেলাঘরের জগন্নাথ বাড়িতে। আজ স্নানযাত্রা অনুষ্ঠানের শেষে প্রায় ১৫ দিন যাবত গর্ভ গৃহে থাকবেন জগবন্ধু বলরাম এবং সুভদ্রা। এই দিনগুলিতে ভক্তদের দর্শন দেবেন না তারা। তারপরেই রথ উৎসবের দিন ভক্তদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন জগন্নাথ দেব। আজ সকাল থেকেই জগন্নাথ বাড়িতে স্নানযাত্রায় ভিড় জমান ভক্তরা পাশাপাশি রথের চাকায় পূজা দেন তারা।