- Editor
- 12:18 10/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
টেবিল পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনা চেবরিবাজার সংলগ্ন এলাকায়। জানা যায় ওই ব্যক্তির নাম নান্টু শীল। বাড়ি চেবরীবাজার সংলগ্ন। জানা যায়, টেবিল ফ্যান এর বিদ্যুতের সংস্পর্শে এসে মুহূর্তেই জীবন দীপ নিভে যায় নান্টু শীলের। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন তাকে চেবরি প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ও তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনা এই মুহূর্তের মধ্যেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। তার এই মর্মান্তিক মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছে না কেউই।