- Editor
- 17:47 09/Jun/2025
- 2 মিনিট সময় লাগবে পড়তে
Share:
বিধবা মহিলার বাড়িতে চোরের দল হানা দিয়েছে। গতকাল রাতে দুর্গানগর হাসান হোসেন পাড়ায় ওই বিধবা মহিলার বাড়িতে চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে বাড়ির সমস্ত কিছু চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, একের পর এক চুরি ঘটনা বিশালগড়ে বেড়েই চলেছে। প্রতিদিন বিশালগড়ের কোন না কোন জায়গায় ওই চুরির কান্ড ঘটে থাকলেও কোনভাবেই তা বন্ধ করতে পারছে না পুলিশ। রবিবার গভীর রাতে এক বিধবা অসহায় মহিলা রচনা বেগমের বাড়িতে হানা দিয়ে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় চোরের দল। ওই ঘটনায় বিশালগড় থানাধীন দুর্গানগর হাসান হোসেন পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।