গাড়ির ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু

গাড়ির ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু

 

স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। টাকারজলা থানাধীন গোলাঘাটি বাজার এলাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, স্কুল সেরে বাড়ি ফেরার পথে রাবার বোঝাই বোলোরো গাড়ির ধাক্কায় গোলাঘাটি বাজার সংলগ্ন কালী মন্দিরের পাশে টাকারজলা- জম্পুইজলা সড়কে মৃত্যু হয়েছে মধ্য ঘনিয়ামাড়া এস বি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা শিক্ষক কার্তিক দাসের। জানা গিয়েছে, স্কুল সেরে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে রাবার সিট বোঝাই করা একটি বোলোরো গাড়ি দ্রুতগতিতে টাকারজলার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাবার বোঝাই বোলেরো গাড়ির ধাক্কা স্কুটি সহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শিক্ষক কার্তিক দাস। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাওয়ার পূর্বেই ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিক্ষক কার্তিক দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসককে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত শিক্ষকের দেহ।

সম্পরকিত খবর